বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মেলান্দহে খেলা নিয়ে সংঘর্ষে পাঁচ ছাত্র আহত 

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি 

মেলান্দহে খেলা নিয়ে সংঘর্ষে পাঁচ ছাত্র আহত 

জামালপুরের মেলান্দহে আন্তঃস্কুল ফুটবল খেলাকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে ৫ শিক্ষার্থী আহতকে কেন্দ্র করে বিচারের দাবিতে দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

গতকাল মঙ্গলবার মালঞ্চ এম এ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিচারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। প্রায় দেড় ঘণ্টা জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে তিন কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়। 

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা ও মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উপস্থিত ছিলেন। তবে তাদের কথায় শিক্ষার্থীরা শান্ত হয়নি। 

গত সোমবার সন্ধ্যায় মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট খেলার শেষ সময়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে রমজান (১৫) নামে এক শিক্ষার্থী জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। বাকী আহত শিক্ষার্থীরা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। 

এবিষয়ে মেলান্দহ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, সকলের উপস্থিতিতে শিক্ষার্থীদের অবরোধ থেকে সরিয়ে ক্লাসে ফিরেয়ে নেয়া হয়েছে। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের সাথে বসে সুষ্ঠু বিচারের আওতায় আনা হবে। 

মেলান্দহ ইউএনও মো. সেলিম মিঞা বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেছি। তাদের আশ্বস্ত করেছি যে দ্রুত সময়ের মধ্যে এর একটি সুস্থ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে।

টিএইচ